পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে ২২/১৯, মেরিন ভিউ, স্টেডিয়াম রোড, চাঁদপুর -এ অবস্থিত। এ দপ্তর সীমিত জনবল নিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ দপ্তর বিভিন্ন শিল্প কারখানা নিয়মিত মনিটরিং করাসহ বিভিন্ন শিল্প কারখানার অনুকূলে অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্র/নবায়ন প্রদান করে খাকে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ দূষণকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস