Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
প্রেস রিলিজ (05/12/2024))
বিস্তারিত
গত  ০৫ ডিসেম্বর  ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার, পরিবেশ অধিদপ্তর, চাদপুঁর জেলা কার্যালয় -এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিসমিল্লাহ পারফিউমারি নামক একটি গোডাউন থেকে প্রায় ৫২৫ কেজি (পাঁচশত পঁচিশ কেজি) এবং  ভাই ভাই স্টোর, উত্তম স্টোর ও হাজী ক্লথ স্টোর নামক নামক ৩টি দোকান থেকে প্রায় ২৫০কেজি (দুইশত পঞ্চাশ কেজি) অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে ৪ দোকান এর মালিককে  প্রায় ১৮০০০/-(আঠার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । শাহরাস্তি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা চৌধুরী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এছাড়া "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘনের ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে  যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১টি টি বাসে ২০০/- (দুইশত) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ০২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মো: হান্নান ও পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্হিত ছিলেন। কোর্টে আইন শৃংখলা রক্ষায় শাহরাস্তি উপজেলার একদল চৌকস পুলিশ বাহিনী সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান বলেন পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
08/12/2024
আর্কাইভ তারিখ
27/03/2025