০৯/০৪/২০২৩ খ্রিঃ তারিখ রোজ রবিবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এবং পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জনাব কাজী তামজিদ আহম্মেদ। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ মিজানুর
রহমান, সহকারী পরিচালক জনাব মোঃ হান্নান সহ পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় নিম্নে উল্লেখিত ব্রিক ফিল্ড সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর ৫(২) এবং ৮(৩) ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটাকে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) করে মোট ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইনের এস আই জনাব মোস্তাফিজ এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য চাঁদপুর মতলব উত্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।
অভিযানের বিস্তারিত বিবরণ নিম্নরুপঃ
ক্রঃ নং ইটভাটার নাম ঠিকানা জরিমানা মন্তব্য
০১ মেসার্স মতিন মনোয়ারা ব্রিকস
গ্রামঃ নয়াকান্দি, পোষ্ট- বেলতলী, উপজেলাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর। ২,৫০,০০০/- ধার্যকৃত জরিমান তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
০২ মেসার্স নাজির আহম্মেদ ব্রিক ফিল্ড কালিপুর, উপজেলা- মতলব উত্তর, জেলা-চাঁদপুর। ২,৫০,০০০/-
০৩ মেসার্স সরকার ব্রিকস গ্রামঃ পূর্বলালপুর, পোঃ কালিপুর বাজার, উপজেলাঃ মতলব উত্তর, জেলা-চাঁদপুর। ২,৫০,০০০/-
০৪ মেসার্স হালিমা ব্রিকস
গ্রাম- পূর্বলালপুর, পোঃ কালিপুর বাজার, উপজেলা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর। ২,৫০,০০০/-
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান জানান অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।