"শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প" এর আওতায় চাঁদপুর জেলায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের নিয়ে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শব্দসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, কারণ ও নিয়ন্ত্রণে করণীয় এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর উল্লেখযোগ্য বিষয়সমূহ প্রেজেন্টেশন ও ভিডিও প্রমাণ্যচিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট জনাব মো: এ এস এম মোসা মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মহোদয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো আরাফাত হোসেন মহোদয় ও সিভিল সাজন ডা: মো: শাহাদাৎ হোসেন মহোদয়। প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ মূল প্রবন্ধ উপস্থাপনা করেন , পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক,জনাব মো: মিজানুর রহমান মহোদয়।
এছাড়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।