অদ্য ২৬/১০/২০২৩ খ্রিঃ তারিখ রোজ বৃহষ্পতিবার পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এর উদ্যোগে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প" এর আওতায় চাঁদপুর বাস মালিক ও শ্রমিকদের নিয়ে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দসচেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, কারণ ও নিয়ন্ত্রণে করণীয় এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর উল্লেখযোগ্য বিষয়সমূহ প্রেজেন্টেশন ও ভিডিও প্রামাণ্যচিত্রের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়। চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: এ এস এম মোসা মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মহোদয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (বি পি এম) বার মহোদয় এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ জাহিদুজ্জামান (মেডিকেল অফিসার), চাঁদপুর সদর হাসপাতাল, চাঁদপুর।কর্মশালায় চাঁদপুর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও বাস পরিবহন ড্রাইভার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ মূল প্রবন্ধ উপস্থাপনা করেন , পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক,জনাব মো: মিজানুর রহমান এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়গণ শব্দদূষণের উৎস, কারণ, শব্দদূষণের ফলে মানুষসহ উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব যেমন; বধিরতা, অমনোযোগীতা, খিটখটে মেজাজ, নিদ্রাহীনতাসহ অন্যান্য ক্ষতিকারক প্রভাব, দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে স্বাস্হ্য সচেতনতামূলক, তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় গণমাধ্যমের সাংবাদিকসহ পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থাপিত তথ্যসমূহ উপস্থিত সবাইকে ব্যাক্তি জীবনে মেনে চলার পাশাপাশি অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ জানানো হয়।