১২/১২/২০২৩ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার জেলা প্রশাসন, চাঁদপুর এবং পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার সদর উপজেলার ওয়্যারলেছ বাজার নিষিদ্ধ ঘোষিত পলিথিন সমূহের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জনাব এ আর এম জাহিদ হাসান। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া এছাড়াও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইন এর একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস