পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা (অবৈধ পলিথিনের বিরুদ্ধে)ঃ (২১/১২/২০২৩)
বিস্তারিত
অদ্য ২১ই ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ বৃহস্পতিবার, জেলা প্রশাসন, চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর, চাদপুঁর জেলা কার্যালয় -এর যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর উপজেলার নানুপুর চৌরাস্তা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সততা স্টোর নামক একটি মুদি পাইকারি দোকান থেকে প্রায় ১১(এগার) কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে দোকানীকে মোট ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । চাদঁপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকারিয়া হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হান্নান। মোবাইল কোর্টে আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।