শিরোনাম
পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা-২১/১২/২০২৩
বিস্তারিত
অদ্য ২১ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১এর (ঙ) নং বিধি লংঘনের দায়ে চাঁদপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন এর ঢালীর ঘাট এলাকায় উন্মুক্তভাবে বালু বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ও আর এম জাহিদ হাসান।
মোবাইল কোর্টে মোট ১০০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায়
করা হয় ।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হান্নান। মোবাইল কোর্টে আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে