অদ্য ০৯/০৩/২০২৩ তারিখে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহার বিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমজাদ হোসেন। এসময় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হান্নান, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও অন্যান্য কর্মচারীগণের সাথে চাঁদপুর জেলা পুলিশ বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ০২ টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ৪৫০ কেজি পলিথিন জব্দ এবং ৫০০০ টাকা জরিমানা আদায় করাসহ দুইটি দোকানীকে পলিথিন বিক্রয় ও ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস