শিরোনাম
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান
বিস্তারিত
অদ্য ১৭/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার জেলা প্রসাশন, চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর যৌথ উদ্যোগে মহামান্য হাইকোর্ট এর রীট পিটিশন নং ১৩৭০৫/২২ এর চূড়ান্ত আদেশের নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নিম্নলিখিত ইটভাটাসমূহে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ৷
০১) মেসার্স শহীদুজ্জামান ব্রিকস-২
০২) মেসার্স ডি এন্ড বি ব্রিকস
০৩) মেসার্স আতিক শাহ ব্রিকস ম্যানুফ্যাকচারিং-১
০৪) মেসার্স আব্দুল গনি ব্রিকস
মেসার্স আব্দুল গনি ব্রিকস এ মহামান্য হাইকোর্ট এর অন্যরীট থাকায় ইটভাটার মালিককে রীট নং ১৩৭০৫ অব ২০২২ এর আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয় ও ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়।
(০১-০৩) লাইসেন্সবিহীনভাবে পরিচালনা করায় ইটভাটাগুলো এক্সকেভেটরের সাহায্যে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রসাশন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ রানা ও মো: রহমত উল্লাহ্। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীগণ। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।