অদ্য ৩০ মে, ২০২৩ খ্রি. তারিখে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘনের দায়ে চাঁদপুর জেলার সদর উপজেলার বাবুরহাট এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দুষণের দায়ে বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আক্তার জাহান সাথী।
মোবাইল কোর্টে ০৪ (চার) টি যানবাহনকে মোট ২০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া। মোবাইল কোর্টে আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী সহযোগিতা করেন। এ সময় শব্দ দূষণ রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।