অদ্য 11 অক্টোবর , ২০২৩ খ্রি. তারিখে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘনের দায়ে চাঁদপুর জেলার সদর উপজেলার বাবুরহাট এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা।
মোবাইল কোর্টে ০৩ (তিন) টি যানবাহনকে মোট ৪৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ০৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস