অদ্য ০৬/১২/২০২২ খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, শাহরাস্তি ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে শাহরাস্তি, চাঁদপুরে অবস্তিত মেসার্স এস এম এস ব্রিকস নামক ইটভাটাটি ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, (সংশোধন) ২০১৯ অনুসারে নিষিদ্ধ এলাকায় অবস্থিত ও কৃষি জমির টপ সয়েল কাটার কারণে ব্যবহৃত ভেকুটি ভেংগে দেওয়াসহ ০২ (দুই) লক্ষ টাকা জরিমানা করা হয় এবং একই স্থানে মেসার্স হারুন ব্রিকস নামক অবৈধ ইটভাটা কৃষি জমি কেটে টপ সয়েল ব্যবহার করায় ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও খিলাবাজার, শাহরাস্তি উপজেলায় একটি দোকানে অবৈধ পলিথিন বিক্রি করায় ১০ (দশ) হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে সহকারী কমিশনার ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি, চাঁদপুর জনাব আমজাদ হোসেন ও পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস বাহিনির সদস্য ও পুলিশ বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ দূষণ রোধে এ ধরণের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস